ফেনী
বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৬
, ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাংবাদিক হাসানের সাধারণ ডায়েরী

মোবাইল ফোনে হুমকির অভিযোগে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছে সাংবাদিক ইমাম হাসান। শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন দারুস্সালাম থানায় তিনি এ ডায়েরী করেন। ডায়েরী নং-৩১৮।
ডায়েরীতে উল্লেখ করা হয়, বেসরকারী টেলিভিশন চ্যানেল টুয়েন্টি ফোর’র স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিক ইমাম হাসান কর্মরত রয়েছে। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তিনি গত ৬ বছর ধরে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর সংবাদ কাভার করে আসছে। ৩০ আগস্ট দুপুর আড়াইটা থেকে ৩টার দিকে রাজধানীর বাসায় অবস্থান করা কালীন অজ্ঞাত পরিচয়ে ০১৯৩৮-৫৯১৬৬৯ এই নাম্বার থেকে সাংবাদিক হাসানের ব্যক্তিগত মোবাইল নাম্বারে (০১৮১৫-৫৭৬১৯৬) একটি কল আসে। উক্ত ফোন হতে তাকে সরকারের দালাল আখ্যায়িত করে হুমকি প্রদান করে এবং ভবিষ্যতে কাজ করলে হাসানকে দেখে নিবে বলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। এ অবস্থায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে দারুস্সালাম থানায় সাধারণ ডায়েরি করেন সাংবাদিক ইমাম হাসান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!