ফেনী
মঙ্গলবার, ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৫
, ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

নজরবন্দিতে আওয়ামী লীগ নেতা রুহুল আমিন

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় এজাহার নামীয় আসামী নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামিমের জবানবন্দিতে প্রশ্রয়দাতা হিসেবে উঠে আসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি রুহুল আমিনকে এখনো গ্রেফতার করা হয়নি। রুহুল আমিন পালিয়ে গেছেন, গা ঢাকা দিয়েছেনসহ নানা কথা ছড়ালেও তিনি এখনো রয়েছেন সোনাগাজীর নিজ বাড়িতেই। তিনি বলেছেন, ‘বাড়িতেই আছি তবে অসুস্থ’।

এদিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেসনের (পিবিআই) দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন, আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে নজরবন্দি করে রাখা হয়েছে। উপরের নির্দেশ পেলেই তাকে গ্রেফতার করা হবে। রুহুল আমিনের বাড়ির আশপাশে সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের ব্যক্তিগত নাম্বারে ফোন করা হলে তিনি  বলেন, ‘আমি বাড়িতেই আছি। তবে অসুস্থ। পরে কথা বলবো’।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রোববার আদালতে রাফি হত্যাকান্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন গ্রেফতারকৃত আসামি নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীম। এ সময় জবানবন্দিতে শামীম বলেছে , আগুন দিয়ে সে নিচে নেমে দৌড়ে উত্তর দিকে পালিয়ে যায়। যা সাথে সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে মোবাইল ফোনে জানান। এ সময় রুহুল আমিন বলেন, আমি জানি। তোমরা চলে যাও। এছাড়া নুসরাতকে যৌন হয়রানির ঘটনায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে রুহুল আমিন থানা ম্যানেজ করার দায়িত্ব নিয়েছেন বলে জানান শামীম। এর আগে অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অন্য এক ছাত্রীর যৌন হয়রানির অভিযোগের বিষয়টি মোটা অঙ্কের টাকা নিয়ে ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে রুহুল আমিনের বিরুদ্ধে। রাফি হত্যাকান্ডে জড়িত সন্দেহে রুহুল আমিনের নাম বার বার উঠে আসলেও তিনি গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি অস্বীকার করে আসছেন।

স্থানীয় একটি সূত্র জানায়, ঘটনার শুরু থেকে হত্যার নেপথ্যের হোতা হিসেবে রুহুল আমিনের নাম উঠে আসলেও ক্ষমতাসিন দলের নেতা হওয়ায় পুলিশ তাকে আটক করেনি। তার স্ব-পরিবার আমেরিকায় অবস্থান করায় রুহুল আমিনেরও ভিসা রয়েছে। যে কোন সময় গ্রেফতার এড়াতে তিনি গোপনে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে পারে এমন এমনও সন্দেহ করছেন অনেকে।

এ ছাড়া সোনাগাজী মডেল থানা পুলিশ রুহুল আমিনের মাধ্যমে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে রাফি হত্যাকান্ডে জড়িতদের রক্ষা করে লোক দেখানো কয়েকজনকে গ্রেফতার করেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!