সদর প্রতিনিধিঃ ফেনী সদর উপজেলার ফাজিলপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে ব্যাংকটির ফাজিলপুর এজেন্ট শাখার উদ্যোগে ওয়ালিয়া ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।এতে ইসলামী ব্যাংক ফেনী প্রধান শাখার কর্মকর্তা মুজাহিদুল ইসলাম,শহীদুল ইসলাম,মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবদুল কাইয়ুম,অধ্যাপক মাওলানা ইব্রাহীম খলিল, প্রভাষক মাওলানা আবুল বাশার,শিক্ষক ফজলুর রহমান ও ফাজিলপুর এজেন্ট শাখার ইনচার্জ ডা. মুহাম্মদ সাহাদাত হোসাইন চৌধুরী বক্তব্য রাখেন।
ফাজিলপুর ওয়ালিয়া ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপ্যাল মাওলানা মেছবাহ উদ্দিনের সভাপতিত্বে বক্তারা স্টুডেন্ট একাউন্ট এর সুফলগুলো তুলে ধরেন।পরে মাদ্রাসার শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে নাস্তা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। শেষে মোনাজাত পরিচালন করেন মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাওলানা ইব্রাহীম খলিলুল্লাহ।