ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৭
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

উন্নয়নের স্বার্থে সহাবস্থানের রাজনীতি চাই

শহর প্রতিনিধি: ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, অতীতে অপরাজনীতির কারণে ফেনী উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। আমরা তা আর চাই না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ফেনীতে বিশ্ববিদ্যালয় স্থাপন, সিক্স লেইন ফ্লাইওভার, ফেনী সরকারী কলেজে ১৮টি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালুসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার ফের ক্ষমতায় এলে এই উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকবে।

এ সময় তিনি আরো বলেন, আমি ফেনী পৌরসভার মেয়র নির্বাচনে আমার এজেন্ট ছাড়াই রামপুর কেন্দ্রে ৫শ ভোট পেয়ে রামপুর বাসীকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ফলে রামপুরবাসী থেকে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা আইনজীবী সমিতির সভাপতি, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি ও চেম্বার অব কমার্সসহ সর্বক্ষেত্রে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছি। সামনেও করে যাবো। বিএনপির কোন শীর্ষ নেতাও যদি আমার কাছে আসে তাহলে সে কি দল করে তা না দেখে তার জন্য যা যা করার করে দিবো। নিজাম উদ্দিন হাজারী আরো বলেন, মেয়র নির্বাচিত হবার পর যারা ফেনীর জন্য অবদান রেখেছেন তাদের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবণ নামকরণ করে দেয়ার সিদ্ধান্তের আলোকে বাস্তবায়ন করে যাচ্ছি। এছাড়া প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ভবন করে দিয়েছি। উন্নয়নের সার্থে সহঅবস্থানের রাজনীতি চাই। প্রতিহিংসা কারো কাম্য নয়। রামপুরের সকল উন্নয়নের দায়িত্ব আমি নিতে চাই। রামপুরের সকল অলি-গলির উন্নয়নের কাজ করা হবে।

এ সময় তিনি রামপুর অঞ্চলের ১১টি মসজিদের উন্নয়নের কাজের জন্য ২ লাখ করে মোট ২২ লাখ টাকা, ১৩ লাখ করে পাগলা মিয়া মাজার ও সুফিয়া নুরিয়া হাফেজিয়া মাদ্রাসার সৌচাগারের উন্নয়ন কাজের জন্য ২৬ লাখ টাকার অনুদান ঘোষনা করেন। এবং সৌচাগারের কাজ আজ থেকে শুরু করার ঘোষনা দেন। পরে তিনি উপস্থিত লোকজনের কাছে নৌকা প্রতীকে ভোট চান।

শনিবার সকালে শহরের রামপুর সওদাগর বাড়ি সংলগ্ন মাঠে ফেনী পৌরসভার ১৮ নং ওয়ার্ডের উন্নয়নমূলক কর্মকান্ড বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী এসব কথা বলেন।

ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা আবুল খায়েরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ।

শহর ব্যবসায়ী সমিতির সহসভাপতি গোলাম রসূল ভুঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি ও স্থানীয় সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, স্থানীয় কাউন্সিলর ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান সাইফু ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী ওবায়দুল হক।

এ সময় ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীম, সোনাগাজী পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, জেলা পরিষদের সদস্য ফয়েজুল কবির, নুরুল আফসার আপন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম স্বপন মিয়াজী, পৌর সভাপতি রফিকুল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক করিম উল্লাহ আজাদ, যুবলীগ নেতা জিয়াউল আলম মিস্টার, সাজ্জাদ হোসেন রাজন, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন, ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি শেখ আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ- প্রচার সম্পাদক আবু সুফিয়ান, ফেনী পৌরসভার কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, কহিনুর আলম, লিটন হাজারী, আবু ইউসুফ বাদল, বাহার উদ্দিন বাহার, মজিবুর রহমান ভূঞা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেসমিন আরা, ফেরদৌস আরা বেগম মজনু, মঞ্জু রানি দেবী, বিশিষ্ট ব্যবসায়ী কেবিএম জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা হোসাইন সহস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!