ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:২৮
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে ক্ষয়ক্ষতি ও জনদূর্ভোগ

ফেনীতে ঘুর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে ছয় উপজেলায় ৫ ঘন্টা বিদ্যুৎ বিছিন্ন ছিল। তীব্র গতিবেগে বাতাসের সঙ্গে বৃষ্টিতে ভেঙ্গে পড়েছে কিছু গাছপালা। বিধস্তও হয়েছে কিছু বসত ঘর। শনিবার সকাল থেকে পরিবহন না থাকায় জনদূর্ভোগের শিকার হয়েছে পথচারিরা। এ দিকে উপকূলিয় সোনাগাজী উপজেলার বিভিন্ন সাইক্লোন সেন্টারে আশ্রয় নেয়া ও ক্ষতিগ্রস্থ পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করেছে প্রশাসন।
ফেনী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম (টেকনিক্যাল অফিসার) আবদুল জলিল জানিয়েছেন, বাতাসের তীব্র গতিবেগ থাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শনিবার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যুৎসংযোগ বন্ধ রাখা হয়েছিল। অবস্থার উন্নতি হলে আবার সংযোগ স্বাভাবিক করা হয়েছে।

অপরদিকে এখনো ঝড়ো হাওয়ার কারণে সোনাগাজী উপকুলের মানুষ উৎকণ্ঠায় রয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে নিরাপদে পরিবার পরিজন নিয়ে আশ্রয় নিয়েছেন উপকূলিয় বাসিন্দারা। এছাড়া সম্ভাব্য ক্ষতি এড়াতে ১৫শ’ স্বেচ্ছাসেবকের পাশাপাশি ৭৮টি মেডিকেল ও উদ্ধার টিম প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্থানিয় প্রশাসন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!