শহর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও ফেনী জেলা আওয়ামী লীগের অভিভাবক হিসেবে পরিচিত আলাউদ্দিন আহাম্মেদ চৌধুরী নাসিমের মোজাইক পাথর খচিত প্রতিকৃতিটিতে চুনের প্রলেপ লাগিয়ে দেয় দূর্বৃত্তরা।এতে করে ছবিটি অস্পস্ট হয়ে যায়।রোববার রাতে শহরের কলেজ রোডস্থ ফেনী পৌরসভা গেইটের বিপরীতে নির্মিত প্রাচীরে এই ঘটনা ঘটে।বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়।এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসিমের প্রলেপমাখা ছবিটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
উল্লেখ্য,প্রায় বছর খানেক আগে ফেনীর পৌরসভার সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে ওই স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম, নিজাম উদ্দিন হাজারী এমপি ও পৌর মেয়র হাজী আলাউদ্দিনের মোজাইক পাথর খচিত প্রতিকৃতি স্থাপন করেছিল পৌর কর্তৃপক্ষ।