ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:২৬
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফরহাদ নগরে কালিদাস পাহালিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন

সদর প্রতিনিধিঃ ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের চরকালিদাস ও জগৎজীবনপুর সংলগ্ন কালিদাস পাহালিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের ফলে ভাঙনের কবলে পড়ে শতাধিক ঘর-বাড়ি বিলীন হওয়ার আশংকা করছেন স্থানীয়রা। এ নিয়ে ভূক্তভোগীরা ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এবং জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামানের হস্থক্ষেপ কামনা করেন।
46162279_461615971031792_9056961660660482048_n
সোমবার সকাল ১০টায় ওই এলাকা পরিদর্শনকালে দেখা যায়, কালিদাস পাহালিয়া নদীর চরকালিদাস ও জগৎজীবনপুর অংশ থেকে অবৈধভাবে ভূঞা এন্টারপ্রাইজ নামীয় ৮ থেকে ১০টি ড্রেজার মেশিন বসিয়ে অনবরত বালু উত্তোলন করে তা অন্যত্র নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। ফলে ওই সব এলাকার প্রায় শতাধিক ঘর-বাড়ি ভাঙ্গনের কবলে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কালিদাস পাহালিয়া নদীর ফরহাদ নগর চরকালীদাস ও জগৎজীবনপুর অংশ থেকে ৮ থেকে ১০টি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে একটি চক্র। অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর পাড়ে ফাটল ধরায় নুরুল আমিন স্পিকারের বাড়ী, নছির আহাম্মদ, মুছা মিয়া, আবদুর শুক্কুর বাড়ী, খলীল মিঝি বাড়ী, হারুণের বাড়ী, মিয়ার বাড়ী, অলি আহাম্মদের বাড়ী, বছির আহাম্মদের বাড়ী, আইয়ুব আলীর বাড়ী, জিন্নার বাড়ী, ইউসুপের বাড়ী, রুহুল আমিনের বাড়ী, মিরাজের বাড়ী, নাছির সওদাগর বাড়ী, মিজান সওদাগর বাড়ী, শাহাব উদ্দিন সওদাগর বাড়ী, নওমুসলিমের বাড়ীসহ প্রায় শতাধিক ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার পথে থাকায় স্থানীয়দের মাঝে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। এ ছাড়া ভোর বাজার টু সালামের ঘাট সড়কসহ মসজিদ ও নদীর তীরবর্তী ফসলি জমি বিলীন হওয়ার আশংকা করছেন স্থানীয়রা।
46184618_1057738641065687_7786791311264186368_n
স্থানীয়রা অভিযোগ করে জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ইতিমধ্যে নদীর পাড়ের বেশ কিছু অংশ ধসে গেছে। এর আশপাশের বাসিন্দারা ভাঙ্গনের কবলে পড়ার আশঙ্কায় অনেকেই অন্যত্র গিয়ে নতুন ঘর-বাড়ি করার জন্য জায়গা খোঁজাখুজি করছে। বিষয়টি সমাধানে সংশ্লিটরা এগিয়ে আসবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ভূক্তভোগী কবির আহাম্মদ জানান, অবৈধ বালু উত্তোলনের কারণে ওই এলাকার বাড়ি-ঘর, মসজিদ ও দোকানপাট ভাঙ্গনের কবলে পড়েছে। ফলে উদ্বেগ উৎকন্ঠায় জীবন যাপন করছেন স্থানীয়রা।
এ ব্যাপারে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন জানান, বিষয়টি দেখার জন্য সহকারী কমিশনার (ভূমি) নূরের জামান চৌধুরীকে দায়িত্ব দেয়া হবে।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!