শহর প্রতিনিধি:ফেনীতে নিখোঁজের পর ডোবা থেকে বেহেশতী আক্তার মীম (০৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে শহরের আরামবাগ এলাকায় নির্মাণাধীন ভবনের পাশের ডোবা থেকে লাশ উদ্ধার করে।
সূত্র জানা যায়,পিরোজপুর জেলার ভান্ডারিয়ারা গ্রামের কবির নামের দিনমজুর দীর্ঘদিন থেকে ফেনী পৌর এলাকার আরামবাগে বসবাস করে আসছে।তার মেয়ে বেহেশতী আক্তার মীম প্রতিদিনের মত বুধবার সকালে পার্শ্ববর্তী মক্তবের উদ্দেশ্যে বের হয়।কিন্তু মক্তবের সময় পেরিয়ে গেলেও বাসায় না ফিরলে খোঁজাখোঁজি শুরু হয়। এক পর্যয়ে পার্শ্ববর্তী নির্মাণাধীন ভবনের পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।মীম স্থানীয় আরামবাগ প্রিপ্রেটোরী স্কুলের নার্সারী ক্লাসের ছাত্রী।
মীমের মা নূর নাহার জানায়, রাতে মীম তার দাদীর সাথে ঘুমায়। সকালে মক্তবের উদ্দেশ্যে বেরিয়ে আর ফেরেনি। মক্তবের শিক্ষক আবদুল করিম জানায়, সকালে মক্তবে আসেনি মীম।পুলিশ মীমের মরদেহ উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ খান চৌধুরী লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান,ময়না তদন্তের জন্য শিশুর মরদেহ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে।