ফেনী
বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪১
, ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে স্টার ক্যাবলের ৫০ হাজার টাকা জরিমানা

শহর প্রতিনিধি-ফেনীর এসএসকে রোডস্থ স্টার ক্যাবল টিভি নেটওয়ার্কের ৫০ হাজার টাকা জরিামান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্যামল চন্দ্র বসাক এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রবিবার বিকালে শহরের এসএসকে রোডে স্টার ক্যাবল টিভি নেটওয়ার্কের কার্যালয়ে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় অবৈধভাবে টিভি চ্যানেল পরিচালনা এবং হালনাগাদ লাইসেন্স প্রদর্শন না করতে পারায় ওই ক্যাবল অপারেটরের ব্যবস্থাপক কেরামত আলীর রনীর ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের বিচারক শ্যামল চন্দ্র বসাক জানান, অভিযানে ক্যাবল অপারেটরটিকে শীঘ্রই অবৈধ চ্যানেলসমূহ বন্ধ করা এবং লাইসেন্স নবায়নের জন্য নির্দেশ দেয়া হয়েছে। এসময় জেলা প্রশাসনের আইসিটি শাখার বিভাষ চন্দ্র বৈদ্য বেঞ্চ সহকারির দায়িত্ব পালন করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!