শহর প্রতিনিধি: ফেনীতে রংধনু ইভেন্ট’র যাত্রা শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ এফ রহমান এসি মার্কেটের ৩য় তলায় রংধনু ইভেন্টের প্রধান কার্যালয়ে কেক কেটে এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী,জেলা পরিষদ সদস্য মাহবুবুল হক লিটন, পৌর যুবলীগের সহ-সভাপতি তৌহিদুর রহমান হানিফ, গাজী খালেদ ইমাম জুয়েল,পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরমান চৌধুরী,এফ রহমান এসি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা ফারুক আহাম্মদ,ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল হক রবিন।
অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান রংধনু ইভেন্টের স্বত্তাধিকারী আবু নোমান। তিনি জানান, বিয়ে, জন্মদিনসহ যে কোন অনুষ্ঠানের সৃজনশীল আয়োজক হিসেবে রংধনু ইভেন্ট কাজ করে যাবে।



