ফেনী
বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৭
, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালীতে লোকে লোকারণ্য লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা প্রাথমিক শিক্ষকদের বিরিঞ্চিতে আগুন দিয়ে দুই শিশু হত্যার মূল আসামি গ্রেফতার ফেনী-১ আসনে খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় নেতাকর্মীদের উচ্ছ্বাস নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে: সেনাসদর আমাদের দায়ীত্ব,ক্ষমতা, কর্মতৎপরতা জনগণের জন্য নিবেদিত ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে মাওলানা ফজলুল করিম কালামের স্মরণ সভা ও দোয়া মাহফিল ছাত্রদল নেতা রিয়াদ পাটোয়ারীর উদ্যোগে বিনামূল্যে চোখের আলো ফিরে পেল ৫ ব্যক্তি নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনদিনও মানবে না বিএনপি

ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন

 

 

শহর প্রতিনিধি-ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়জিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মনোজ কুমার রায়।

এতে  বক্তব্য রাখেন পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম সরকার,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান বিকম।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্ণামেন্ট আয়োজক কমিটির আহবায়ক দেবময় দেওয়ান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুল প্রদীপ চাকমা,অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট পিকেএম এনামুল করিম,সদর উপজেলা নির্বাহী অফিসার মো মামুন,নেজারত ডেপুটি কালেক্ট্রর শ্যামল চন্দ্র বশাক,ফেনী রিপোরটারস ইউনিটির সভাপতি শাহজালাল রতন,ফেনী প্রেস ক্লাব একাংশের সভাপতি রবিউল হক রবী,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আমির হোসেন বাহার,যুগ্ন সম্পাদক শুসেন চন্দ্র শীলসহ ক্রীড়া সংস্থার সদস্যরা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর  আগে ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে বর্ণাঢ্য বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান,আগামী ১৮ অক্টোবর থেকে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হচ্ছে। শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে ওইদিন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। টুর্ণামেন্টের সমাপনী অনুষ্ঠানে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী প্রধান অতিথি থাকবেন।

টুর্ণামেন্টে জেলার ৬ উপজেলা থেকে ৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে ক গ্রুপের ফেনী সদর উপজেলা দলের সাথে সোনাগাজী উপজেলা দল অংশ নিবে। ২৩ অক্টোবর পরশুরাম উপজেলা বনাম সোনাগাজী উপজেলা, ২৭ অক্টোবর ফেনী সদর উপজেলা বনাম পরশুরাম উপজেলা দল।

খ গ্রুপের ২৪ অক্টোবর ছাগলনাইয়া উপজেলা বনাম ফুলগাজী উপজেলা, ২৬ অক্টোবর ফুলগাজী উপজেলা ও দাগনভূঞা উপজেলা, ২৮ অক্টোবর দাগনভূঞা উপজেলা বনাম ছাগলনাইয়া উপজেলা দলের খেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে খেলা অনুষ্ঠিত হবে। ৩০ অক্টোবর সেমিফাইনালে মুহুরী গ্রুপের ক গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে খ গ্রুপের রানার্স আপ এবং ৩১ অক্টোবর কহুয়া গ্রুপের খ গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে ক গ্রুপের রানার্স আপ অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!