শহর প্রতিনিধি: ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে দলটি। মঙ্গলবার ফেনী পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত রাজু ও সাধারণ সম্পাদক শাহেদ আকবর অভি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সোমবার রাতে ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জয় ও নাঈম সমর্থকদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। আহতদের মধ্যে সাজ্জাদ হোসেন ফেনী সদর আধুনিক ও আকাশ চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এ অবস্থায় ক্যাম্পাসে শান্ত পরিবেশ বজায় রাখার লক্ষে ফেনী পৌর ছাত্রলীগের জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় বলে দলীয় একটি সুত্র জানায়।