ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:২০
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মাদার ডেন্টাল কেয়ার থেকে গাঁজা উদ্বার:ভুয়া ডাক্তারের ৬ মাসের কারাদন্ড

শহর প্রতিনিধি: ফেনী শহরের পোস্ট অফিস রোডের ভুইয়া প্লাজার মাদার ডেন্টাল কেয়ারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এ সময় মাদার ডেন্টাল কেয়ারে ডাক্তার সেজে রোগী দেখছিলেন রূপম চক্রবর্তী। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি ডেন্টাল টেকনোলজিতে ডিপ্লোমা করেছেন। অথচ তার ভিজিটিং কার্ড এ ডাক্তার লেখা।এ সময় তল্লাশী চালানো হলে তার কাছে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।মূলত তার এই প্রতিষ্ঠানটি মাদক সেবনের আসর হিসেবে ব্যবহৃত হয় বলে আশপাশের লোকজন জানান। আদালত রূপম চক্রবর্তীকে ছয় (৬) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!