ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০০
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

মোটবী,ধলিয়া ও কালিদহ ইউনিয়নে নৌকার সমর্থনে নির্বাচনী জনসভা

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-২ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নৌকার সমর্থনে নির্বাচনী জনসভা অব্যাহত রয়েছে।

সোমবার সকালে কালিদহ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে নিজাম হাজারী এমপির নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নিজাম উদ্দিন হাজারী এমপি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, সোনাগাজীা উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড. এম কামরুল আনাম, সদর উপজেলা সভাপতি করিম উল্যাহ বি.কম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান দিদারুল ইসলাম।

এদিকে রবিবার সকালে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে লস্করহাট এসি লাহা উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নিজাম উদ্দিন হাজারী এমপি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান তারা মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুল হক সেলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। স্বাগত বক্তব্য রাখেন মোটবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ। এ সময় ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আবু সুফিয়ান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমনি বড় মনি, নিজাম উদ্দিন হাজারীর বড় ভাই আমেরিকা প্রবাসী জসিম উদ্দিন হাজারী, লন্ডন প্রবাসী আব্বাস হাজারী ও তার কন্যা নুসরাত জাহান স্নিগ্ধা হাজারীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার নারী -পুরুষ উপস্থিত ছিলেন।

FB_IMG_1545070417536

ওইদিন বিকালে ধলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ধলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ফরিদ স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, ছাগলনাইয়া উপজেলা সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সোনাগাজী উপজেলা সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনোয়ার আহমদ মুন্সি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!