ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:২৭
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফেনীতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

সদর প্রতিনিধিঃ ফেনীতে যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত হয়েছেন।এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন । রবিবার (১১ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছনুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে ।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ফেনীর ফুলগাজী উপজেলায় বাসিন্দা মো. নুরুল আমিন (৫৫) । তিনি চট্টগ্রামের ফটিকছড়িতে গ্রামীণ ব্যাংকের সিনিয়র কর্মকর্তা। অপরজন হলেন ফেনী সদর উপজেলাধীন হকদি এলাকার মো. সিদ্দিকুর রহমান (৫৫)।

ওসি জানান, রবিবার সকালে ফেনী থেকে খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে যাওয়া হিলকিং নামে একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ফেনীর ছনুয়া নামকস্থানে এসে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় ২ জন নিহত হন এবং কমপক্ষে ১৫ জন আহত হন।
আহতদের ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!