ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:২৭
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির ডিআরআর’স অফিসিয়াল ক্লাব ভিজিট

শহর প্রতিনিধি: আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের অন্যতম ক্লাব রোটারী ক্লাব অব ফেনী সিটির যুব সংগঠন রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির রোটাবর্ষ (২০১৮-২০১৯) এর ডিআরআর’স অফিসিয়াল ভিজিট শুক্রবার সন্ধায় শহরস্থ ডক্টর’স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার প্রেসিডেন্ট মু. শহীদুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটার‌্যাক্ট ডিষ্ট্রিক্ট অর্গানাইজেশন ও রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের রোটার‌্যাক্ট জেলা প্রতিনিধি নাফিজুল আলম।
এ সময় এডি আরআর সাইয়েদ আহম্মদ টুটুল, রাহুল চৌধুরী কৃপালী, রোটার‌্যাক্ট ডিষ্ট্রিক্ট সেক্রেটারী মোহাম্মদ আবদুল আহাদ, আশিকুর রহমান রিয়াদ, চীপ ডিষ্ট্রিক্ট এ্যাডমিনিষ্ট্রেটর সাজ্জাদ হোসেন, ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর আরাফাত উল মিল্লাত দিপুল, ফয়সাল আহম্মেদ, রিজিওনাল প্রতিনিধি খন্দকার তৌহিদুল ইসলাম রানা, গিয়াস উদ্দিন, ডিআরআর স্পেশাল রিপ্রেজেন্টেটিভ সাইফুদ্দিন রাশেদ, ডিষ্ট্রিক্ট জয়েন্ট সেক্রেটারী মু. জিয়া উদ্দিন, রিজিওনাল সেক্রেটারী নাজমুদ্দিন জিকু, ওয়াহেদ মুরাদ, জোনাল প্রতিনিধি এস আলম ভূঁইয়া অপু, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার সেক্রেটারী মাঈন উদ্দিন পাটোয়ারী, জোনাল সেক্রেটারী সাহাব উদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির সকল সদস্য, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট থেকে আগত বিভিন্ন ক্লাবের রোটার‌্যাক্ট প্রেসিডেন্ট ও অন্যান্য রোটার‌্যাক্ট বৃন্দ অংশ নেন।
ভিজিট প্রোগ্রামে ডিআরআর ও ডিষ্ট্রিক্ট অফিসিয়াল বৃন্দ ক্লাবের সকল তথ্যাবলী ও (২০১৮-২০১৯) রোটাবর্ষের কার্যক্রম গুলো পর্যালোচনা করে ডিআরআর অদ্যবদি ভিজিট সম্পন্ন করা ক্লাব গুলো মধ্যে ফেনী সিটিকে সেরা ক্লাব হিসেবে ঘোষণা করেন এবং ক্লাবের কার্যক্রমের এই গতিশীলতা ধরে রাখার আহবান জানান। এছাড়াও রোটার‌্যাক্টরদের ক্যারিয়ার ও স্কীল ডেভেলফমেন্টের পাশা-পাশি সামাজিক চাহিদা নিরুপনেও অভিভাবক রোটারী ক্লাবের সাথে সমন্বয় করে কাজ করার আহবান জানান তিনি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!