স্টাফ রিপোর্টার: ফেনী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জাহান আরা বেগম সুরমা। মঙ্গলবার বিকালে শহরের জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি।
জাতীয় ক্রীড়া পরিদপ্তর হতে প্রাপ্ত ক্রীড়া সামগ্রী সমূহের মধ্য থেকে সদর উপজেলার শহীদ মেজর সালাউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়কে এক সেট ক্রীড়া সামগ্রী, রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়কে এক সেট ব্যাডমিন্টন সামগ্রী, ছাগলনাইয়া উপজেলার ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে হ্যান্ডবল, ফুটবল ও এক সেট ভলিবল সামগ্রী, সোনাগাজী উপজেলার বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়কে হ্যান্ডবল, ফুটবল ও এক সেট ভলিবল সামগ্রী, ফুলগাজী উপজেলার আজমিরী বেগম উচ্চ বিদ্যালয়কে হ্যান্ডবল, ফুটবল ও এক সেট ভলিবল সামগ্রী, দাগনভূঞাঁ বালিকা উচ্চ বিদ্যালয়কে হ্যান্ডবল, ফুটবল ও এক সেট ভলিবল সামগ্রী, জেলা মহিলা ক্রীড়া সংস্থাকে দাবা সেট, হ্যান্ডবল, ফুটবল ও এক সেট ভলিবল সামগ্রী বিতরণ করা হয়।
এসময় জাতীয় মহিলা সংস্থা ফেনীর চেয়ারম্যান খাদিজা আক্তার খানম রুনা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শামিম কবির,জেলা মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদিকা মর্জিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।