ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৯
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবি এলাকাবাসীর

ফেনীর সোনাগাজীতে আলিম পরিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবী করেছেন এলাকাবাসী।বৃহস্পতিবার বিকালে সোনাগাজী পৌরসভাস্থ চরচান্দিয়া গ্রামে এই ছাত্রীর বাড়িতে আগত এলাকাবাসী ও পরিবারের সদস্যরা নৃশংস এই হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার দাবী করেন।

নুসরাতের বৃদ্ধ দাদা মোশাররফ হোসেন মুমূর্ষু অবস্থায় বলেন,আদরের নাতনী নুসরাতের মৃত্যুর সংবাদ পেয়ে আমি বাকরুদ্ধ হয়ে যাই। আমি চাই ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।এছাড়া নুসরাতের চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন।আর মৃত্যুর পর শোক প্রকাশ করায় প্রধানমন্ত্রীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দা আব্দুস সোবহান বলেন,নুসরাত পর্দা করায় তাকে কখনো দেখিনি।ঘটনার পর তার বিভৎস ছবি দেখে ওই রাতে ঘুমাতে পারিনি। লম্পট অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাসহ যারা মেয়েটিকে পুড়িয়ে হত্যা করেছেন। তাদের কঠিন শাস্তি দিতে হবে।যাতে আগামিতে এ ধরনের ঘটনা কেউ করার সাহস না পায়।

আলেয়া বেগম নামের এক শিক্ষার্থী জানান,সঠিক তদন্ত করে প্রকৃত খুনিদের আইনের আওতায় এনে শাস্তি দিলেই নুসরাতের আত্না শান্তি পাবে।
স্থানীয় কাউন্সিলর নুর নবী লিটন ক্ষোভ প্রকাশ করে জানান,অধ্যক্ষ সিরাজের আগের ঘটনাগুলোর সঠিক বিচার করা হলে নুসরাতকে পুড়িয়ে মারারা মত ঘটনা করার সাহস পেতনা।এঘটনায় মাদ্রাসা পরিচালনা কমিটি,প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চরম ব্যর্থতা রয়েছে বলে তিনি মনে করেন।এছাড়া তিনি প্রকৃত অপরাধীদের কঠিন শাস্তি দাবি জানান।

এদিকে জানাজার পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নুসরাত হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। অপরদিকে আলোচিত হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে তদন্তে নেমেছে পিবিআইসহ পুলিশের কয়েকটি টিম।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!