ফুলগাজীর আমজাদহাটে করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় হতদরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ‘বন্ধু সংগঠন’। বৃহস্পতিবার সকালে স্থানীয় কিল্লের দিঘির পাড়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন আজাদ।
মাস্টার অহিদুল ইসলামের সভাপতিত্বে ও মুজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাস্টার নুরুল হক, অজিত কুমার পাল, বন্ধু সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আবু শাহ আলম, কোষাধ্যক্ষ ডাক্তার মনির হোসেন ও সহ-কোষাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ জামাল। এসময় সংগঠনের সদস্য আব্দুস সাত্তার ও নুর মোহাম্মদ সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।