গভীর নিম্নচাপে রূপ নেওয়ার ফলে ফেনীতে অব্যাহতভাবে বৃষ্টিপাত হয়।গত ২৪ ঘণ্টায় জেলার আবহাওয়া অফিস ১শ ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ বলে জানা গেছে। এতে করে নতুন করে বন্যা আশংকায় রয়েছে মানুষ।
শুক্রবার সকালে ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিপুল বৃষ্টিপাত হয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে আরও ২৪ ঘণ্টা বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
নিম্নচাপের প্রভাবে শুধু বৃষ্টি নয়, সোনাগাজী উপজেলার উপকূলীয় চারটি ইউনিয়নে অস্বাভাবিক জোয়ার ও স্রোতের কারণে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলো হলো—চরচান্দিয়া, চরদরবেশ, চরমজলিশপুর ও বগাদানা। এসব এলাকায় ইতোমধ্যে বাড়িঘর, রাস্তাঘাট ও ক্ষেতখামারে পানি ঢুকে পড়েছে। অনেক পরিবার দুর্ভোগে পড়েছে, কিছু জায়গায় মানুষ ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে শুরু করেছে।
স্থানীয়রা জানান, ভারী বৃষ্টির পাশাপাশি ভারতের উজানে বৃষ্টিপাত বাড়তে থাকলে মুহুরি নদীর পানি দ্রুত বেড়ে বিপদসীমার ওপরে চলে যেতে পারে।
এ বিষয়ে ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, এখনো মুহুরি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। পরশুরাম উপজেলায় ২১টি এবং ফুলগাজীতে ২০টি ঝুঁকিপূর্ণ বাঁধ নিয়ে ইতোমধ্যে সতর্কতা ও প্রস্তুতি নেওয়া হয়েছে।