ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:২১
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আলোকদিয়া চৌধুরী বাড়ীতে রহস্যজনক আগুন, ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

ফেনী আলোকদিয়া চৌধুরী বাড়ীতে রহস্যজনক আগুনে পুড়ে চার পরিবারের ৮ টি ঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়।শুক্রবার রাত সাড়ে এগারটার সময় জয়নাল আবেদীনের পরিত্যক্ত রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় একে একে প্রবাসী মহি উদ্দিন, নূর হোসেন ও অহিদের রহমান মাস্টারের বসত ঘর ও পাশে থাকা রান্না ঘর ( ১টি সেমি পাকা ও ৭ টি টিনের ঘর) সম্পূর্ণ জ্বলে মাটির সাথে মিশে যায়।সময় মত ফায়ার সার্ভিস না এলে একই সারির আরো ১০টি ঘর পুড়ে যেতো। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লক্ষ টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারনা করে হচ্ছে।আগুনের কবল থেকে পরনের কাপড় ছাড়া কিছুই বাঁচাতে পারেনি।

উল্লেখ্য যে, জয়নাল আবেদীন পরিবার নিয়ে ফেনীতে বসবাস করে।যেখান থেকে আগুনের সূত্রপাত সেখানে বিদ্যুতের মিটার নাই।কেউ থাকেও না।ঘটনাটি রহস্যজনক।

বলে মনে করছেন ভুক্তভোগিরা।ঘটনাস্হলে তৎক্ষনিক ফেনী থানা পুলিশের দু,টি টিম পরিদর্শন করেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!