চলমান করোনা ভাইরাস ইস্যুতে রোগী ও জনসাধারণের কাছ থেকে ওষুধের সঠিক মূল্য রেখে অতিরিক্ত দামে না বিক্রি করতে ড্রাগ ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন। বুধবার দুপুরে শহরের বিভিন্ন ফার্মেসী দোকান পরিদর্শন করে তিনি এ অনুরোধ জানান। এ সময় ফেনী ড্রাগ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পুলিন কর্মকার, ফেনী রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ (দৈনিক সময়ের আলো-স্টার লাইন) মাঈন উদ্দিন পাটোয়ারী, সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ইহতেশামুল হক বিপ্লবসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।