ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২০
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কাজিরবাগে ডাকাতির প্রস্তুতির ঘটনায় মূল হোতা গ্রেফতার

 

শহর প্রতিনিধি-ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পূর্ব কাজিরবাগ গ্রামে রবিবার ভোরে ডাকাতির প্রস্তুতির ঘটনায় মূল হোতা আবুল কালাম জাফরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিন জায়লস্কর গ্রামের শশুর বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, শহরতলীর ফরেষ্ট অফিস সংলগ্ন পূর্ব কাজিরবাগ গ্রামে মাহমুদুল্লাহর বাড়ির সামনে কয়েকজন সশ্রস্ত্র যুবক ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ শাহাদাত হোসেন রনি (২১) ও মো: আরিফ (২০) কে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য মতে বিকালে দক্ষিণ জায়লস্কর গ্রামে কাজি বাড়ীতে অভিযান চালায় পুলিশ। সেখানে দাগনভূঞা থানা পুলিশের সহযোগিতায় ফেনী মডেল থানা পুলিশ শশুর বাড়ী থেকে আবুল কালাম জাফর (২৫) কে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কালাম প্রস্তুতির ঘটনায় তার উপস্থিতির কথা স্বীকার করে। গ্রেফতার আবুল কালাম ফেনী শহরের মধুপুর এলাকার স্বর্ণকার বাড়ির আবু আহম্মদের ছেলে।
ফেনী মডেল থানার ইন্সপেক্টর বাবুল আজাদ তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আবুল কালামের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি সহ ৫ টি মামলা রয়েছে। রবিবারও রনিসহ কয়েকজনকে নিয়ে সে ডাকাতির প্রস্তুতি নেয়।


এর আগে রবিবার ভোরে শহরতলীর ফরেষ্ট অফিস সংলগ্ন পূর্ব কাজিরবাগ গ্রামে মাহমুদুল্লাহর বাড়ির সামনে কয়েকজন সশ্রস্ত্র যুবক ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ওই এলাকার আবু সওদাগর বাড়ির আবদুল জব্বারের ছেলে শাহাদাত হোসেন রনি (২১) ও ফুলগাজীর জিএমহাট ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের সাধন মিয়ার ছেলে মো: আরিফ (২০) কে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি পাইপগান, দুটি রামদা, একটি চোরা, একটি গ্রীল কাটার যন্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধার ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!