ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৯
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে মানসিক ভারসাম্যহীন মানুষের মাঝে নিজাম হাজারী এমপির খাবার বিতরন

ফেনীতে করোনার পরিস্থিতিতে খাদ্য সংকটে পড়া ভাসমান ও ছিন্নমুল মানুষের মাঝে প্রতিদিন রাতের খাবার বিতরন করেছেন ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।বৃহস্পতিবার রাতে শহরের মহিপালসহ বিভিন্ন স্থানে এই খাবার বিতরন করেন তিনি। কার্যক্রমটি ফেনীর ছয় উপজেলায় চলমান রয়েছে।

এ সময় ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হারুন মজুমদার উপস্থিত ছিলেন।স্বেচ্ছাসেবী সংগঠন সহায় এর সহযোগিতায় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর অর্থায়নে ও পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনের তত্বাবধানে গত ২৮ এপ্রিল থেকে শুরু হয়েছে এই কার্যক্রম।

প্রতিদিন রাতে সহায়ের সহযোগিতায় একটি গাড়ি যোগে শহরের রেলস্টেশন, ট্রাংক রোড়, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, মহিপাল, মহিপাল ফ্লাইওভারের ফুটপাতসহ বিভিন্ন এলাকায় ভাসমান ও ছিন্নমুল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ ছাড়া ভালোবাসার আহার নামে খাবার বিতরনের এই কার্যক্রমটি ফেনীর ছয় উপজেলায় চলমান রয়েছে। ভাত ও মুরগীর মাংসের পাকেটের সাথে থাকে একটি করে পানির বোতল (মিনারেল ওয়াটার)। প্যাকেটের গায়ে সাটানো থাকে সাংসদের “ভালোবাসার আহার”

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!