শহর প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং তার সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে ফেনী শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা। সংগঠনের জেলা সভাপতি নঈম উল্লাহ চৌধুরী বরাত মিছিলে নেতৃত্ব দেন। রবিবার বিকালে শহরের ট্রাংক রোডের বড় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক ট্রাংক রোডের খেজুর চত্তর ও এসএসকে সড়ক প্রদক্ষিন শেষে ইসলামপুর সড়কের সামনে অবস্থান নেন। এসময় নেতাকর্মীরা দলীয় প্রধানের মুক্তির দাবীতে মুহুমুহু শ্লোগান দেয়। মিছিলের অগ্রভাগে ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম আকাশ ও লুৎফুর রহমান রতন, সদর উপজেলা সিনিয়র যুগ্ম-আহবায়ক সজিবুল ইসলাম পাটোয়ারি, যুগ্ম-আহবায়ক দিদারুল আলম ও সালমান ফারসি আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।



