শহর প্রতিনিধি : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। শনিবার সকালে শহরের সেন্ট্রাল হাই স্কুলের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে দাউদপুল গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।এসময় যুগ্ম-সাধারন সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে একই সময় মহাসড়কের রামপুর রাস্তার মাথা থেকে আরেকটি মিছিল বের হয়ে নাসির মেমোরিয়াল কলেজের সামনে গিয়ে শেষ হয়।এতে
জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক করিমুল হক সুমন,দপ্তর সম্পাদক আরিফুল হক সুমন, যুগ্ন সম্পাদক আলমগীর হোসেন,আলাউদ্দিন রুমন,সহ-সভাপতি আবুল খায়ের লিটনসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।



