ফেনী
শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:৫৩
, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

টেকসই সমাজ উন্নয়নের ভিত্তি দাঁড় করিয়েছে রোটারী-বাবলু

শহর প্রতিনিধি:রোটারী পদ্মা জোনের কো-অর্ডিনেটর পিপি জালাল উদ্দিন বাবলু বলেছেন, ফেনীতেও নানা উদ্যোগের মাধ্যমে টেকসই সমাজ উন্নয়নের একটি ভিত্তি দাঁড় করিয়েছে রোটারী ইন্টারন্যাশনাল। নিরক্ষরতা দূরীকরন, মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরন, পরিবেশ উন্নয়নসহ নানা কর্মসুচির মাধ্যমে এ কর্মকান্ড আরো জোরদার করা হবে।

রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশ জেলা ৩২৮২ এর বর্ষ শুরু উপলক্ষে রবিবার ফেনী মডেল কলেজ মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রোটারী পদ্মা জোনের জোনাল কো-অর্ডিনেটর গভর্ণর পিপি একেএম সাইফুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন ডেপুটি গভর্ণর পিপি মোস্তফা আজিজুল মুনির, এ্যাসিস্টেন্ট গভর্ণর পিপি মমিনুল হক চৌধুরী, ইয়ার লাঞ্চিং জোনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর পিপি সাইদুল মিল্লাত মুক্তা, রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর সভাপতি ডা. কাজী মো. ইস্রাফিল, রোটারী ক্লাব অব ফেনী অপরূপা’র সভাপতি এম. মামুনুর রশিদ, রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র সভাপতি মিয়া মোহাম্মদ করিম, রোটারী ক্লাব অব ফেনী সিটির সভাপতি মনোয়ার হোসেন সেন্টু, রোটারী ক্লাব অব ফেনী রাইজিং সান এর সভাপতি ফারহানা আক্তার রুমি, দৈনিক কালের কন্ঠ’র ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারা প্রমুখ। অনুষ্ঠানে রোটারী ক্লাব ও রোটারেক্ট ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জালাল উদ্দিন বাবলু বলেন, সারা দেশে ৪শ টি ক্লাবের প্রায় ১০ হাজারেরও অধিক রোটারিয়ান সমাজ উন্নয়নে নিবেদিত। সারা পৃথিবী থেকে পোলিও রোগ নির্মূলে রোটারী ক্লাবের ভূমিকা অনস্বীকার্য। আর্সেনিক নির্মূলেও রোটারী ক্লাব বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে। রোটারী ক্লাব চক্ষু শিবির, বয়স্ক শিক্ষা, স্বল্পমুল্যে দরিদ্রদের জন্য বাসস্থান সেবা, মাদক, ক্যান্সার ও এইডস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। সারা পৃথিবীর ন্যায় রোটারী বাংলাদেশেও স্কুল-কলেজ, হাসপাতাল প্রতিষ্ঠা, বৃত্তিমূলক প্রশিক্ষন ইন্সটিটিউট স্থাপন, পল্লির দরিদ্রদের জন্য সুপেয় পানীয় জলের ব্যবস্থাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামীতেও সমাজ উন্নয়নে রোটারী কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলন শেষে ফেনীর ৫টি রোটারী ক্লাব ও ৫টি রোটার‌্যাক্ট ক্লাব এর সদস্যগণ, ফেনী সিটি গালর্স হাইস্কুল, সেন্ট্রাল পাবলিক স্কুলের শিক্ষার্থীদের সমন্বয়ে বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষার্থীদের দাঁত পরীক্ষা নিরিক্ষা এছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্য পরিক্ষা করেন ডা. বেলায়েত হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। সার্বিক সহযোগিতা করেন রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর সভাপতি ডা. কাজী মো. ইস্রাফিল। অনুষ্ঠানে অতিথি ও রোটারিয়ানদের অংশগ্রহনে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!