শহর প্রতিনিধি: ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে রেল সড়কের সহদেবপুর এলাকার ৮৯/১ মাইলফলকের মাঝামাঝি স্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সুত্র জানায়, ওই দিন ভোরে ট্রেনে কাটা পড়া লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ।পুলিশের ধারণা রাতে ঢাকাগামী তুর্ণা নিশিতা ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হতে পারে।