শহর প্রতিনিধি: ফেনীতে ৫ কেজি গাঁজাসহ জেসমিন বেগম (২৩) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভার সংলগ্ন শ্যামলী বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ঘষিয়াখালী গ্রামের অলি আহাম্মদের মেয়ে। বর্তমানে সে শহরের দাউদপুল এলাকার সামছুল করিমের বাড়ির রেজাউল করিমের বাসার ভাড়াটিয়া।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশের একটি দল ওইস্থানে অভিযান চালায়। এ সময় জেসমিন বেগমকে ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।