ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪২
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নিজাম হাজারী এমপির ইফতার সামগ্রী পেল ৫০ হাজার অসহায় পরিবার

করোনা  প্রাদুর্ভাব থেকে রেহাই পেতে ও সরকারী নির্দেশনা মেনে ঘরে থাকা নিশ্চিত করতে মাহে রমজানকে সামনে রেখে ৫০ হাজার কর্মহীন অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রদান করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বৃহস্পতিবার দুপুরে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফেনী সদর উপজেলা ও পৌরসভার মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান, সদর উপজেলা চেয়ারমান আবদুর রহমান বি.কম, পৌর মেয়র হাজী আলাউদ্দিন,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্লাহ বি.কম, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল,পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী উপস্থিত ছিলেন।

এসময় নিজাম হাজারী এমপি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক করোনাকালীন সময়ে ফেনী জেলার কেউ যেন অভুক্ত না থাকে ও আসন্ন রমজানে ধর্মপাণ মুসলমান ভাইদের যেন খাবারের কষ্ট না হয় সেজন্য ফেনীর ৫০ হাজার কর্মহীন অসহায় মানুষদের জন্য সামাজিক দুরত্ব বজায় রেখে স্ব স্ব এলাকার জনপ্রতিনিধি ও আ.লীগের সভাপতি-সম্পাদকের মাধ্যমে সবার বাড়ী বাড়ী ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ৫ কেজি ছোলা, ১ কেজি মসুর ডাল,১ কেজি চিনি,১কেজি চিড়া, ১ কেজি তেল,,১ কেজি খেজুর, ৫ কেজি আলু, ১ কেজি লবন রয়েছে।
এর আগে নিজাম উদ্দিন হাজারী এমপি প্রাথমিক পর্যায়ে জেলার ১লাখ ২০ হাজার কর্মহীন অসহায় মানুষের জন্য খাদ্যসামগ্রী বিতরন করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!