গতকাল রবিবার বেলা আড়াইটা ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী প্রতিদিনের ন্যায় তাঁর পুকুর ঘাটের বৈঠক খানায় আসেন।এসময় স্বামী পরিত্যক্ত এক নারী তার মাদ্রাসা পড়ুয়া ১২ বছর বয়সী ছেলে জহিরকে নিয়ে এমপির সামনে হাজির হন।ওই নারী তার অভাব অনটন ও ছেলের পড়াশুনা বন্ধ হয়ে যাওয়ায় বিষয়টি জানিয়ে এমপির কাছে সহায়তা চান । তাক্ষনিক ছেলেটিকে মাদ্রাসার দু,টি ড্রেস সেলাই করে দেওয়ার ব্যবস্থা করেন নিজাম হাজারী এমপি । একই সঙ্গে ছেলেটির পড়াশুনার দায়িত্ব নেন ও অসহায় নারীকে প্রতি মাসে এক বস্তা করে চাল প্রদানের আশ্বাস দেন।
একই সময় প্রভাবশালীদের দখলে বসত ভিটা ও জমি হারিয়ে ভালুকিয়ার ইলয়াছ নামের এক শ্রমজীবি মানুষ তার স্ত্রী ও সন্তানদের নিয়ে এমপির কাছে প্রতিকার চান । বর্তমানে সে অন্যের জায়গায় অসহায় অবস্থায় দিনাতিপাত করার অভিযোগের কথা শুনে এমপি নিজাম হাজারী গরীব অসহায় মানুষটির বসত ভিটে ও জবর দখলীয় জমি উদ্ধার করে দিতে কালিদহ ইউপি চেয়ারম্যান দিদারুল আলমকে আদেশ দেন।এই ছাড়া ১০/ ১৫ জন ব্যাক্তিকে চিকিৎসা বাবদ অনুদানের জন্য অর্থ প্রদান করেন ।
অন্যদিকে সকাল থেকে এমপির বাড়ির সামনে অবস্থান নেন শহরের কয়েকশ টমটম চালক ও শ্রমিক। ঈদের আগে শহরে প্রশাসন টমটম বন্ধ করে দেওয়ায় তারা পরিবার পরিজন নিয়ে চরম অর্থ সংকটে দিনাতিপাত করছেন। এমন সমস্যার কথা জানালে এমপি মানবিক কারণে তাদেরকে শহরের নির্ধারিত কিছু স্থানে টমটম চালাচলের ব্যবস্থা করতে প্রশাসনকে অনুরোধ করেন ।
মানবতার সেবায় পিতার দেখিয়ে যাওয়ায় পথ অনুসরণ করছেন নিজাম হাজারী এমপি এমনটা জানালেন স্থানীয়রা।