ফেনী
বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৩
, ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

নিজাম হাজারী এমপির সাথে প্রতারণায় ইউপি সদস্যকে পুলিশে সোপর্দ

শহর প্রতিনিধি: ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সাথে প্রতারণা করায় ইউপি সদস্য ইসমাইল হোসেনকে ফেনী মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করেছেন এমপি।শনিবার রাতে শহরের মাষ্টারপাড়াস্থ এমপির বৈঠকখানায় এ ঘটনা ঘটে।সে সদর উপজেলার মোটবী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য ও লক্ষিপুর গ্রামের কালামিয়ার ছেলে।

সুত্র জানায়, ইউপি সদস্য ইসমাইল হোসেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিকট থেকে মোটা অংকের টাকার বিনিময়ে গভীর নলকূপ স্থাপন করে দেয়ার অভিযোগ করেছে স্থানীয়রা।শনিবার রাতে কয়েকজন লোক নিয়ে গভীর নলকূপের জন্য সুপারিশের জন্য এমপির নিকট আবেদন জমা দেন মেম্বার ইসমাইল।বিষয়টি সন্দেহজনক মনে হলে নিজাম হাজারী এমপি তাৎক্ষণিক আবেদনকারীর স্বাক্ষর নিয়ে মিল না পাওয়ায় ইউপি সদস্য ইসমাইল হোসেনকে পুলিশে সোপর্দ করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!