সদর প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে জেলা সদর দপ্তরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ।ফলে আশপাশের ২৫টি গ্রামের লক্ষাধিক মানুষ ভোগান্তির স্বীকার হচ্ছে । সড়কে যোগাযোগ পুন: স্থাপনের দাবীতে বুধবার সকালে ফতেহপুর ফ্লাইওভারের পার্শ্বে স্থানীয় জনগণ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা দীর্ঘ মানববন্ধন করেছে।
মানববন্ধনে সড়কে যোগাযোগ পুন: স্থাপন কমিটির আহবায়ক আবু তাহের ভূঁইয়া অভিযোগ করে বলেন, নির্মাণাধীন ফতেহপুর ফ্লাইওভারের উভয় প্রান্থে দুই কিলোমিটার ব্যাপি উচু সাইডওয়াল নির্মাণের কারণে স্থানীয় উলফতের নেসা-বক্তারমুন্সী সড়ক, উত্তর জাহানপুর সড়কসহ ০৪টি সড়কে চলাচলের সকল পথ বন্ধ হয়ে গিয়েছে। উক্ত সড়কসমূহ ফতেহপুর, জাহানপুর, ভাস্কর, রামপুর, রাস্তারখিল, এলাহীগঞ্জসহ ২৫টি গ্রামের জনগণের জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র ভরসা। উল্লেখিত গ্রামসমূহের লক্ষাধিক জনগণ এসব সড়ক দিয়ে দিয়ে জেলা সদর দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাজারসহ বিভিন্ন প্রয়োজনে আসা-যাওয়া করে। ফতেহপুর ফ্লাইওভার নির্মাণের ফলে উক্ত সড়ক দিয়ে হাটা-চলাসহ সকল প্রকার যানবাহন যোগাযোগ বিছিন্ন হওয়ায় মানুষের দূর্ভোগের সীমা নেই।
শর্শদি ইউনিয়ন চেয়ারম্যান জানে আলম ভূঁঞা বলেন, একই জেলা-উপজেলার বাসিন্দা হওয়া সত্ত্বেও ফতেহ্পুর ফ্লাইওভারের নীচ দিয়ে বিকল্প সড়ক যোগাযোগ ব্যবস্থা না রাখায় এখন এলাকার জনমানুষ, শিক্ষার্থী, মুমূর্ষ রোগীসহ সকলের জেলা সদরের সাথে সড়ক যোগাযোগ বিছিন্ন। চলাচলের সু-ব্যবস্থা করার লক্ষে ফতেহপুর ফ্লাইওভারের নীচ দিয়ে আন্ডারপাস নির্মাণের জন্য যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, ফেনী- ২ আসনের সাংসদ জনাব নিজাম উদ্দিন হাজারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি দাবী জানাই।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেহপুরে যানজট নিরসনে ঢাকা-চট্রগ্রাম রেল লাইনের উপর ফতেহ্পুর ফ্লাইওভার নির্র্মাণ প্রকল্পটি গত তিন বছর পূর্বে শুরু হয়ে বর্তমানে নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে।



