সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যায় গ্রেফতারকৃতদের আইনি সহায়তা দেয়ায় কাজিরভাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নানা অভিযোগে বিতর্কিত এডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগকে স্বীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।বৃহস্পতিবার সদর উপজেলা সভাপতি করিম উল্লাহ বি.কম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আওয়ামীলীগ নেতা এডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগকে সংগঠন বিরোধী কার্যক্রমের দায় ও সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি খুনিদের আইনি সহযোগিতা দেয়ায় স্বীয় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। তদস্থলে আবদুর রৌপকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। সোহাগ ওই ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যান।