শহর প্রতিনিধি : ফেনীতে প্রতারক চক্রের সদস্য জহুরুল ইসলাম প্রকাশ শুকু (৩২) ও জাকির হোসেন (৪২)কে আটক করেছে পুলিশ।মঙ্গলবার সকালে মহিপাল এলাকা হতে তাদের আটক করা হয়।
সুত্র জানায়, ওই সময় শুক্কু ও জাকির নামের এ দুই প্রতারক পিতলের টুকরোকে স্বর্ণের বার সাজিয়ে লোকজনের সাথে প্রতারণা করার চেষ্টা করে।বিষয়টি টের পেয়ে তাদের ওই স্থান থেকে আটক করা হয়।শুক্কু গাইবান্ধা জেলার হাসেম বাজার এলাকার দছিম উদ্দিনের ছেলে আর জাকির একই জেলার দক্ষিণ গিদারী গ্রামের আঃ কুদ্দুসের ছেলে।তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সুত্র জানায়।



