সদর প্রতিনিধি: ফেনী সদর উপজেলার ফরহাদ নগরে নুর নবী নামে এক ব্যক্তির মোটর সাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের খাইয়ারা বাজার কাশেম মোল্লার দোকানের সামনে থেকে মোটর সাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ধুম্রজাল জাল সৃষ্টি হয়।
ভূক্তভোগী নুর নবী জানান, সে দীর্ঘদিন থেকে শহরের মিজান রোডস্থ তমিজিয়া মার্কেটে দর্জির কাজ করে আসছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে মোটর সাইকেল যোগে ফেনী থেকে খাইয়ারা বাজার কাশেম মোল্লার দোকানের সামনে এসে পৌঁছলে পূর্বের দাবীকৃত চাঁদা না দেয়ায় তার পথ গতিরোধ করে ফরহাদ নগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব হাজারী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল, সহ সভাপতি ফারুক মাস্টারসহ ৫ থেকে ৬ জন সন্ত্রাসী। এসময় সজীব হাজারী তার মোটর সাইকেলটি চালিয়ে নিয়ে যায় বলে নুর নবী অভিযোগ করেন। ঘটনাটি সে ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন টিপুকে সাথে সাথে জানান।
বিষয়টি নিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব হাজারীর সাথে যোগাযোগ করা হলে সে অভিযোগ অস্বীকার করে জানান, নুর নবীর সাথে তার ব্যক্তিগত লেনদেন রয়েছে। এছাড়া সে একজন প্রতারক। ঘটনার সময় নুর নবীর কাছে পাওনা টাকা চাওয়া হয় কিন্তু সে দিতে অস্বীকার করায় তার ব্যবহৃত মোটর সাইকেলটি আটক রাখা হয়। পাওনা টাকা পরিশোধ করলে তা ফেরত দেয়া হবে।
এ ব্যপারে ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে জানান, নুর নবীর সাথে সজিবের পাওনা টাকা নিয়ে ঝামেলা থাকায় নুর নবীর মোটর সাইকেলটি আটক করা হয়। এটি পাওনাদারের জিম্মায় খাইয়ারা বাজারে আছে, উভয় জনের বিরোধ মিটিয়ে পেলতে তিনি নির্দেশ দিয়েছেন বলে জানান।



