ফুলগাজী প্রতিনিধি :ফেনীর ফুলগাজী উপজেলার জামমুড়া রাস্তার মাথা এলাকায় মঙ্গলবার ভোরে পিকআপ ভর্তি ভারতীয় শাড়ী ও থ্রি পিস উদ্ধার করেছে পুলিশ।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে ফেনী-পরশুরাম সড়কের জামমুড়া রাস্তার মাথা নামক স্থানে পুলিশ চেক পোস্ট বসায়। নাম্বারবিহীন পিকআপ দ্রুতভেগে আসতে দেখে পুলিশ গতিরোধ করে। এসময় গাছের সাথে সজোরে ধাক্কা লেগে সড়কের পাশে পড়ে গেলে চালক পালিয়ে যায়। পুলিশ গাড়ীটি আটক করে থানায় নিয়ে যায়। পরে গাড়ি থেকে ১৩ বান্ডেলে ৬শ পিস ভারতীয় শাড়ী ও থ্রি-পিস উদ্ধার করে।