বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর ফেসবুক লাইভে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহজালাল সাজু। গতকাল বিকালে শহরের একটি স্থানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, জনগণের প্রত্যক্ষ ভোটে ইউপি সদস্য নির্বাচিত হই। কাজিরবাগ মজিদ মিয়ার বাজারে বিসমিল্লাহ ডেকোরেটর ও বিসমিল্লাহ ফার্ণিচার নামে আমার দুইটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত ১৬ জুলাই ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী স¤পাদিত হাজারিকা প্রতিদিন ফেইজবুক লাইভে আমাকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে। তিনি বলেছেনÑফেনীতে করোনার চেয়েও ভয়ঙ্কর মাদক ব্যবসা। ৫নং কাজিরবাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ড গিলাবাড়িয়া গ্রামে সাজু মেম্বার মাদকের আখড়া খুলে বসেছে। এক বছর পূর্বে জেল খেটে বের হয়ে আবারো পূর্বের ন্যায় এলাকায় মাদক কেনাবেচা করছে। যা আদৌ সত্য নয়। আমি কখনো মাদক মামলায় কারাভোগ করিনি। মামলাতো দূরের কথা আমার বিরুদ্ধে ফেনীর কোন থানায় মাদকের অভিযোগও নেই।
তিনি ফেইজবুক লাইভে আরও উল্লেখ করেছেন, আমি নাকি ফেনীর সরকার দলীয় বড় নেতার ছত্রছায়ায় এলাকায় মাদক ব্যবসা করছি। যা স¤পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক। আমি ফেনী জেলা যুবদলের গ্রাম সরকার বিষয়ক স¤পাদক। বিএনপি দলীয় রাজনীতি করার কারণে আমি দীর্ঘদিন জেল খেটেছি ও কয়েকটি মামলার আসামি হয়েছি।
এ সময় তিনি আরও বলেন, এলাকার একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে জয়নাল হাজারীকে দিয়ে ফেইজবুকে এ ধরনের মিথ্যাচার করিয়েছে বলে আমি ধারণা করছি। কারণ তার সাথে আমার কোন রাজনৈতিক শত্রুতা নেই। হঠাৎ করে ফেইজবুক লাইভে এসে আমার বিরুদ্ধে তার এ ধরনের বক্তব্যে আমি বিস্মিত হয়েছি। আমি এ ধরনের মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের সহ-সভাপতি নুরুল হুদা বাহাদুর, যুবদল দল নেতা আবু বকর সিদ্দিক, ছাত্রদল নেতা মাজহারুল ইসলামসহ দলীয় নে