সদর প্রতিনিধিঃ ফেনীতে অস্ত্রসহ মীর হোসেন ,ছালে আহাম্মদ, ইসমাইল হোসেন শাকিল ও নাছির উদ্দিন রুবেল নামের ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ ।শুক্রবার রাতে সদর উপজেলার ধুমসাদ্দা টু বক্সবাজার গামী পাকা সড়কের সাধন ব্রীজের উপর থেকে তাদের আটক করা হয়।
সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানার এসআই মাহবুবুর রহমান পিপিএম, এএসআই ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালায়।এসময় ১টি দেশীয় তৈরী পাইপগান, ১টি কাঠের বাটসহ চাপাতি, ১টি কাঠের বাটসহ রামদা, ১টি আরই মেশিন ও ৫ টি আরই ব্ল্যাড এবং ১টি গ্রীল কাটারসহ ডাকাত মীর হোসেন ,ছালে আহাম্মদ, ইসমাইল হোসেন শাকিল ও নাছির উদ্দিন রুবেলকে আটক করে পুলিশ।
তাদের বিরুদ্বে ফেনী মডেল থানায় মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।