শহর প্রতিনিধি :ফেনীতে ইয়াবাসহ দুই মাদরাসা ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার সন্ধ্যায় স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবাসহ আসিফ করিম অভি ও হাফেজ আদনান বিন আবদুল্লাহকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসিফ আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে এবারের দাখিল পরীক্ষার ফলপ্রার্থী ও আদনান ফেনী রেসিডেন্সিয়াল ক্যাডেট মাদরাসার ৮ম শ্রেনীর ছাত্র বলে জানা গেছে।
তাদের বিরুদ্ধে মাদক আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।



