স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনীতে ওয়ার্ডে ওয়ার্ডে নৌকার সমর্থনে মিছিল করেছে আওয়ামী লীগ।সোমবার বিকালে বৃষ্টি উপেক্ষা করে একযোগে জেলাব্যাপী এসব মিছিলে অংশ নেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সূত্র জানায়, ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ড,জেলার ৬ উপজেলার ৪৩টি ইউনিয়নের ৪শ ৪১টি ওয়ার্ডে একযোগে নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগের সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এই কর্মসূচী পালন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে নানা শ্লোগান দেন নেতাকর্মীরা।