শহর প্রতিনিধি: ফেনী পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মো: হাসানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী তানভীর হানাফীকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার রাতে শহরের সহদেবপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় ফেনী মডেল থানা পুলিশ।এসময় তানভীর হানাফীকে বাসা থেকে গ্রেফতার করা হয়। সে পৌর ছাত্রলীগের সহসভাপতি হাসানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামী বলে জানান মডেল থানার এসআই খুরশীদ আলম।
তানভীর ওই এলাকার আনোয়ার আলীর ছেলে।



