শহর প্রতিনিধি:ফেনীতে সামাজিক সংগঠন পথের ফুলের ইফতার ও দোয়া মাহফিল মঙ্গলবার শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।এতিম ও পথশিশুদের নিয়ে আয়োজিত ইফতারে সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আজম হাজারী।
পথের ফুলের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ টিপুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর ব্যবসাদার সমিতির সভাপতি মোশাররফ হোসেন ভূইয়া।
প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডঃ আবু কায়েস মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক ও গ্র্যান্ড হক টাওয়ারের পরিচালক ইমন উল হক, বিশিষ্ট স্বেচ্ছাসেবী অধ্যাপক আব্দুর রহিম, সংগীত পরিচালক পারবেজ জুয়েল, সংগীত শিল্পী ও টিভি উপস্থাপক দিদারুল ইসলাম দিদার, ডাঃ এরশাদ উল্লাহ সাদিক ও সাংবাদিক আরিফ আজম।
এতে ফেনীর প্রায় দশটি সামাজিক সংগঠনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি সফিউল হক।