সদর প্রতিনিধি: ফেনীতে সমাজ সেবা ও মানব উন্নয়নে করার লক্ষ্যে আত্মপ্রকাশ করলো বেসরকারী সংগঠন “পরিবর্তন সোসাইটি”। সদর উপজেলার বালিগাঁও যুব সমাজের উদ্দ্যোগে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাড়াতে গত বছরের শুরুতেই ইউনিয়নের মরুয়ার চরের শিক্ষিত বেকার যুবকদের সমন্বয়ে গঠিত হয় “পরিবর্তন সোসাইটি”। দীর্ঘদিন ধরে নানান মুখি উন্নয়ন কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি। মঙ্গলবার বিকেলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের রেজিষ্ট্রেশন কর্তৃপক্ষ উপ-পরিচালক সমাজ সেবা অধিদপ্তর ফেনীর কার্যালয়ে উপ-পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম (৪৭৬ নাম্বার) সনদপত্র প্রদান করেন। উক্ত সনদ গ্রহণ করেন পরিবর্তন সোসাইটির চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
এ সময় সহকারী পরিচালক আবুল কাশেম, এনজিও সংগঠক কাজী নোমান, যুব অংঙ্গনের নির্বাহী সচিব জহিরুল উদ্দিন, সমাজসেবা অফিস কর্মকর্তা আবদুল মান্নান, সংগঠনের উপদেষ্টা নিজাম পাটোয়ারী, নির্বাহী সচিব জিয়া উদ্দিন বাবলু প্রমূখ উপস্থিত ছিলেন। সনদ হস্থান্তরের সময় উপ পরিচালক বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত উন্নয়নের রোডম্যাপ বাস্তবায়নে সরকারের সাথে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করার অগ্রণী ভূমিকা পালন করতে হবে “পরিবর্তন সোসাইটির” সকল কর্মকর্তা ও সদস্য বৃন্দকে।



