ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৫
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফেনীতে পরিবহন ধর্মঘটে জনদুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার: রোববার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত সারা দেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট আহবান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে এই ধর্মঘট ডেকেছে সংগঠনটি।ফেনীতে রোববার ভোর থেকে শুরু হওয়া লাগাতার পরিবহন ধর্মঘটের ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। আকস্মিক এ পরিবহন ধর্মঘটে সব চাইতে বেশী দুর্ভোগের স্বীকার শহরগামী চাকুরীজীবী,স্কুল,কলেজ ও মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীসহ জনসাধারণ। গাড়ি না পেয়ে অনেকে পড়েন বিপাকে।ফেনী থেকে ঢাকা ও চট্রগ্রামগামী দূরপাল্লার এবং আঞ্চলিক সড়কের কোন যান চলাচল করতে পারেনি।ফলে পায়ে হেঁটে কিংবা বিকল্প বাহনে গন্তব্যে ফিরতে হয়েছে লোকজনকে। বিপাকে পড়েছেন শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগীরাও।

জয়নাল হাজারী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সাইদুল্লাহ মাহফুজ জানান, পরিবহন ধর্মঘটের কারণে নবাবপুর থেকে মোটরসাইকেল যোগে ক্লাসে উপস্থিত হতে ফেনীর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।প্রতিমধ্যে শ্রমিকদের বাধায় বাড়ি ফিরে যেতে হয়।

বিষয়টি নিয়ে শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলীর সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।

এ ব্যপারে ফেনী জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ বুলবুল জানান,পরিবহণ মালিক-শ্রমিক একে অপরের সাথে জড়িত থাকায় তাদের ধর্মঘটের প্রতি আমাদের সমর্থন রয়েছে তবে সড়ক পরিবহণ ফেডারেশন ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে আইনটি সংশোধন করার প্রস্তাব দিয়েছে।পরবর্তীতে সরকার কি সিদ্ধান্ত নেয় সে আলোকে প্রদক্ষেপ গ্রহন করা হবে বলে তিনি জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!