ফেনী
বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৩
, ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

ফেনীতে বজ্রপাতে কিশোর নিহত

ফেনীতে আম কুঁড়াতে যেয়ে বজ্রপাতে রিফাত হোসেন রিফাত (১৪) নামে এক কিশোর নিহেত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের আলী আহম্মদ সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রিফাত ওই এলাকার ভ্যান চালক নুরুল আফছারের ছেলে ও পশ্চিম বিজয়সিংহ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

পাঁচগাছিয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক জানান, বিকেলে ঝড়-বৃষ্টি শুরু হলে রিফাত ও তার বন্ধু অনিক আম কুঁড়াতে বাড়ির উঠানে যায়। এসময় বজ্রপাতে রিফাত ও অনিক গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।

পরে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে গুরুত্ব অসুস্থ্য সেলিমের ছেলে অনিককে জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!