সদর প্রতিনিধি: ফেনীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে কবির হোসেন (৩৫) নামে আরেক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সদর উপজেলার লেমুয়ায় বুধবার ভোরে সদর এ ঘটনা ঘটে। সে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ইছাপুরা গ্রামের বাসিন্দা। র্যাবের দাবি, ঘটনাস্থল থেকে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা বড়ি, একটি ওয়ান শুটারগান ও ৭টি গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম জানান, বুধবার ভোররাত ৪টার দিকে র্যাবের একটি টহল দল সদর উপজেলার লেমুয়া এলাকায় যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি করে। র্যাবও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে কবিরের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ১০ টার দিকে সুলতানপুর এলাকায় র্যাবের সাথে বন্দুক যুদ্ধে লাল সুমন নামে মাদক ব্যবসায়ী নিহত হয়।