শহর প্রতিনিধি-ফেনীতে বিজয় দিবসে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা বিএনপি,যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা।

শনিবার সকালে শহরের জেল রোডস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের,সাধারন সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার, জেলা যুবদলের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সালাহ উদ্দিন মামুন,জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে পৃথকভাবে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন খোন্দকার।জেলা ছাত্রদলের একাংশের সাধারন সম্পাদক এস এম কায়সার এলিন।




