স্টাফ রিপোর্টার: ফেনীতে বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।সোমবার ভোরে শহরের মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মনোজ কুমার রায়,পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার,জেলা আওয়ামীলীগ,বিএনপি,জেলা পরিষদ,পৌরসভা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন।


এছাড়া রিপোর্টার্স ইউনিটি, প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, আইনজীবি সমিতি,জাতীয় পার্টি, জাসদ, সিপিবি, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন,ডায়াবেটিক সমিতি, শিক্ষক সমিতি, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ,পুজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয় পরে ভাষা শহীদ সালাম ষ্টেডিয়ামে আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, মহিলাদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা, মুক্তিযোদ্বাদের সংবর্ধনা, দুপুরে হাসপাতাল, জেলখানা, শিশু সদন ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশন, সন্ধ্যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।



