ফেনী
শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৬
, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফেনীতে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

সদর প্রতিনিধি: ফেনীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করার সময় ইব্রাহিম খলিল (৩৩) নামের এক ব্যক্তিকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছে। তিনি কুমিল্লার নাঙ্গলকোর্ট উপজেলার বক্সগঞ্জ এলাকার বাসিন্দা। এসময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একজোড়া হ্যান্ডকাপ জব্দ করা হয়। ঘটনার সময় প্রতারককে আটক করতে গিয়ে জাবেদ হোসেন ওরফে সাগর নামে একজন স্থানীয় ব্যবসায়ী আহত হয়েছে।

গোয়েন্দা পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে ডিবি কুমিল্লা জ্যাকেট গায়ে দুই যুবক একটি মোটরসাইকেল যোগে ফেনী সদর উপজেলার শর্শদি নিমতলী এলাকায় আসে। তখন সেখানে জাবেদ হোসেন ওরফে সাগর (২০) নামে এক যুবক স্থানীয় মাদরাসার সামনে তার বাবার দোকান খোলার জন্য যাচ্ছিল। ডিবি পুলিশের জ্যাকেট পরা দুইজন ওই যুবকের গতিরোধ করে তার পকেটে থাকা ৪৫ হাজার টাকা ও একটি মুঠোফোন সেট কেড়ে নিয়ে দুই প্রতারক আবার মোটরসাইকেল ষ্টাট করে চলে যেতে উদ্যত হয়। এ সময় ওই দোকানদার সাগরের সন্দেহ হয়। তখন তিনি মোটরসাইকেলের পেছনের সীটে বসা পোষাকী লোকটার একটি পা টেনে ধরেন। তাদের হাতে থাকা টর্চলাইট দিয়ে সাগরের মাথায় আঘাত করে। টানাহেছড়ার এক পর্যায়ে প্রতারকদের একজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। শোরচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে ভুয়া ডিবি পুলিশকে গণপিটুনী দেয় এবং ফেনী মডেল থানা ও ডিবি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করে ফেনী ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যায়।
ফেনীর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. হারুনুর রশিদ ডিবি পুলিশের পরিচয় ও জ্যাকেট গায়ে দিয়ে প্রতারণা করার সময় একজন ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মোটরসাইকেলে থাকা তার সহযোগীর নাম-ঠিকানাও পাওয়া গেছে। তাকে ফেনী ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে। তিনি জানান, গত কিছুদিন থেকে ওই এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে একাধিক প্রতারণার ঘটনা ঘটেছে। পুলিশ সে সব ঘটনাও তদন্ত করে দেখছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!